মনে প্রাণে চাইতাম—
        আর যাতে কখনো দেখা না হয়;
                            তার ছায়ার সাথেও।
        গোল পৃথিবীতে না চাওয়াটাই
        হয়ে যায়– হুট করে হয়ে যায়,
        ভুলতে যাওয়া ক্ষত জ্বলে উঠে
                          নিভৃতে দাউদাউ করে।


        ট্যাক্সি'র ছোট আসনে মুখোমুখি;
        দু-জনের প্রশ্নোত্তরে দু-জনেই বললাম-
        'ভালো আছি', সহজাত ঠোঁটের সঞ্চালনে।


        ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে
        সেই 'ভালো আছি' শব্দটার
        পুনরাবৃত্তি করছি বারবার– একবারও
        মন থেকে বলতে পারলাম না!
                           তাহলে কি? অভিনয়?
        মুখোমুখি বসে দু-জনার ভিতর থেকে
        বের হয়ে আসা 'ভালো আছি'
        শব্দ দু'টো দু-জনার নিখুঁত অভিনয়!
                               তা নয়তো কি?


        হ্যাঁ, অভিনয়টাও হয়ে যায়—
        না চাওয়ার পরেও, বারবার হয়ে যায়।
--------------------------------------------
১১/০৩/২০১৫🖋️