চাঁদের রূপোলী আলো গায়ে মেখে মাঝি
        নদীর ঢেউয়ের সাথে করে মৃদু ভাব,
        ভাসায়ে তরণী দ্রুত ছুটে মাছ খুঁজি
        ফুটিলে ভোরের আলো— ঘর মুখে ঝাপ।।
        রাতের সঞ্চয় যত খুলো ভরা মাছ
        দূরের বাজারে নিয়ে বেচে দেয় রোজ
        আবার গোধূলি বেলা ফেলে সব কাজ
        নদীর কিনারে বসে নেয় কিছু খোঁজ।।


        নদীর ওপারে মাঝি থাকে ছোট ঘরে
        জীবন-সংসার আছে— সুখ-দুঃখ ঘেরা,
        স্বপ্নের পৃথিবী তবু আঁকে চুপ করে
        নদীর মতোই হাসে— কাঁদে, খালি- ভরা।
        নদীর সাথেই তার যত শত খেলা
        উত্তাল ঢেউয়ের সাথে ভাসে নিয়ে ভেলা।
----------------------------------------
০৪/১১/২০২০🖋️                    
রূপসী বাংলা- ১২ থেকে ০৭
অক্ষরবৃত্ত ছন্দ (পয়ার) ৮(৬+২) + ৬ = ১৪ মাত্রা।
পর্ব সংখ্যা- ২