তুমি মাঝে মাঝে বাড়িত থাইকলে
গুনগুনাইয়া একখান গান গাও-
'সারাদিন ঘামে ভেজা শত মুখ তবু একা
এরই নাম হলো বেঁচে থাকা....'
বিশ্বাস করো; ওই গানের কথা মাইনা লইয়া
আমার বাঁইচা থাইকবার ইচ্ছা করে না।


বিশ্বাস করো; তুমি সাতসকালে
কামে যাওনের পর- ফিইরা না আসা অবধি
আমি একলা, ভীষণ একলা.....।


সব কষ্টই তুমি বুঝো, শুধু এইটুকুই বোঝনা;
-এই যা আমার দুঃখ, কষ্ট, আফসোস।
যদিওবা আমার একাকিত্ব লইয়া ভাবো–
জানি তুমিও নিরুপায়, কিছু ক-র-বার নাই...।


এমনি কইরা কি চইলা যাইবো
আমাগো জীবন-কাল?
-হেই প্রশ্ন কার কাছে রাখি?
------------------------
২০/১০/২০২০✍️ উৎসর্গঃ মোহনা