পৃথিবীর বুকে নেমে আসে আঁধার,
আঁধারের ঘনত্ব বাড়ে, বাড়ে রাতের
নিস্তব্ধতা, পাখিরাও ঘুমিয়ে পড়ে একসময়–
আগামী দিনের পরিকল্পনা শেষে;
কিছু ঝিঁঝি পোকা কেটে যায় হৃদয় ঘর।


ল্যাম্পপোস্টে আলো জ্বলে থাকে– নিঃসঙ্গ,
সময় ফুরানোর খেলায় হেরে গিয়েও
গন্তব্য সীমানায় পৌঁছাতে ছুটে চলে
কিছু গাড়ি– পথ দেখানো হেডলাইট;
বোধহয় শয়তানের জ্বলজ্বল করা চোখ।


আমার কোনো পরিকল্পনা নেই,
পরিকল্পনা করে লাভও নেই; বরাবর শূন্য,
এলোমেলো ভাবনায় ডুবে থাকা,
সবার সঙ্গে গায়ে গা ঘেষে একা পথচলা,
প্রিয় মানুষগুলোর ঘুমন্ত, সুখী মুখগুলো
স্মৃতির আরশিতে জাগিয়ে রেখে
নির্ঘুম রাত্রী যাপন; হঠাৎ–


রাত শেষের পথে, কিছু পাখির কূজন
ভেসে আসছে অস্ফুটস্বরে–
কোনো এম্বুল্যান্স দ্রুত সাইরেন বাজিয়ে
ছুটে গেলে; আমার ঘোর ভাঙ্গে–
বিপদের গন্ধে ডুবে যায় সব ভাবনা,
ভিতর-বাহির সব অচেনা এক আঁধারে
ছেঁয়ে যায়, আমি আমার নিজেকেই
খুঁজে পাই না আর কোনোভাবে,
শুধু দেহ নিয়ে খেলা করা নিঃশ্বাসটুকুর
'লকড ডাউন' ঘোষণা পর্যন্ত অপেক্ষা যেন...।
-------------------------------------
২৮/০৫/২০২০🖋️