ইদানিং একটুখানি মন খারাপ হলে
    খুব মনে পড়ে তোমাকে, চোখ বন্ধ করলে
              চলে আসো তুমি চোখের সামনে।


    ঘরের সাথে সাময়িক বনিবনায়
    ক্ষনিকের ব্যাঘাত ঘটলে– কাচের গ্লাসে
    চামুচের শব্দটাও ভীষণ বিরক্তিকর লাগে;
    ইচ্ছে করে তোমার কাছে গিয়ে একটু বসে
                         দুদণ্ড সময় ফুরিয়ে আসি।


    আমাকে সময় দেবার মতো সময়
    তোমার হবে কি-না; সেটাও তো এক প্রশ্ন!                                      
    জানোই তো মানুষ এখন ভীষণ ব্যস্ত–
    কেউ চাঁদের দেশে জমিন কিনছে;
    কেউবা মঙ্গল গ্রহে; কেউ পারলে আমাজন
    সাবার করে তাজমহল গড়ে ফেলবে–
                 অথচ; আমার অভাব ফুরায় না।


    থাক না সেসব কথা; বিষন্ন সময়ে,
    এলোমেলো আবহাওয়ায়, অস্থির মুহূর্তে
                  কেন ভাবনায় এসে যাও তুমি?
                             কি'বা তোমার পরিচয়!
_________________
০৬/১২/২০২১🖋️