কী দুর্দান্ত ছিলো সেই সব দিন!
তখন পেটে ভাত থাক আর না থাক;
দিন শেষে বাবা খরচ করে দিলো কি-না;
ঘরে ভাত তরকারি রান্না হলো কি-না;
কে কোথায় কি করছে বা বলছে–
                      কোন রকমের তোয়াক্কা না করে;
বিছানার উপর খাতা-কলম-বই ফেলে
ছুট দিতাম বোদা পাইলট হাই স্কুল মাঠে–
খেলা আর খেলা, ফুটবল-ক্রিকেট, দৌড়ঝাঁপ।


ইউ.এন.ও অফিসের পিছনে জাম গাছ,
মিলন নার্সারির ভিতরে আতা আর জলপাই,
মৎস অফিসের প্রাচীর টপকে ছাদে উঠে
বড়ই লুট, লাফালাফি ছাদ থেকে ছাদে ছাদে।।


বৃষ্টিতে ভেজা– পুকুরে সাতার কাঁটা,
থরথর করে ঠোঁটের কাঁপুনি আর
চোখ লাল করে ঘরে ফেরা– মায়ের বকুনি;
বাবার ভয়ে জড়সড় হয়ে থাকা শৈশব
                  আজও আমাকে ডাকে, খুব ডাকে।


শৈশবটাই ছিলো জীবনের সেরা সময়;
যে সময়ে কেউ দ্বিতীয় বার ফিরতে পারে না–
                        সেকাল আর পাবো না কখনো।__________________________
০৯/০৩/২০১৯🖋️