অন্ধকার সময়ের কোলে
মানুষ বড় অসহায়,
হিম হয়ে আসে রক্তের গতিবেগ,
মস্তিষ্কের ক্রিয়াশীল কোষগুলো
                    ঘুমিয়ে যেতে চায়।


সুবিন্যস্ত সারি থেকে যখন অসময়ে
কোনো পিঁপড়ে হয়ে যায় দলচ্যুত;
শুধু ঘুরতে থাকে একই স্থানে একা একা–
                         মানুষের বেলাতেও
অন্ধকার সময়ে ঠিক তেমনই ঘটে,
নৈঃশব্দের শব্দেও চমকে উঠে পলে পলে,
কেউ কেউ হয়তো মৃত্যও খুঁজে,
                       মৃত্যু কি অত সহজ?
তিলে তিলে মানুষ শেষ হতে থাকে
শেষ হতে থাকে,
            শেষ হতে থাকে
                     মানুষেরই অজান্তে।
_______________
০৬/০৩/২০২১🖋️