কেউ কি বলতে পারবে– কোথায় ছিলো না
     রক্তের দাগ? শান্ত দিঘির জল, পিচঢালা পথ
     রক্তের ঘনত্বে কুচকুচে কালো হয়েছিলো,
     গহীন গায়ের বাঁকা পথে, ঘাটের পাড়ে,
     কচিকাঁচাদের খেলার মাঠে– রক্ত আর লাশ!
     রক্তের শোকে শোকাভিভূত হয়ে অকালে
                           মরেছিলো সবুজ ঘাস।


     হানাদার দল লাশের উপর দিয়ে হেঁটে
     করেছে লুট গরু-ছাগল, সোনা-দানা,
     তরুণী মেয়েদের ধরে নিয়ে গিয়ে
     সম্ভ্রম লুটে হত্যা করে ফেলে দিয়েছে লাশ–
     কত মাকে বিধবা; বাবাকে করেছে
                     প্রিয়তামা হারা, সন্তান হারা।


     মরা মায়ের পাশে অবুঝ শিশুও বাঁচে নি–
     কতো রক্ত! কতো হাহাকার! কতো আগুন!
     কতো লাশ! কতো তাজা প্রাণ! কতো সম্ভ্রম!
     নয় মাসের যুদ্ধ শেষে; অতঃপর বিজয়,
     স্বাধীন দেশ, স্বাধীন সীমানা- মানচিত্র,
                           স্বপ্নের এই বাংলাদেশ।
________________________
১১/১২/২০২০🖋️      


একটি বাংলাদেশ- ১৬ থেকে ১১