ও' পাখি আজ তোরে, কি করে রাখি ধরে
গজিয়েছে ডানা তোর; চলে যাবি উড়ে,
কোন বাঁধা মানবি না তুই উড়ে যাবি দূরে–
হাসি মাখা মুখে তুই করবি আঘাত পিঞ্জরে।


আচানক যখন তোকে পেয়েছিলাম আমি
একটুখানি ছিলিরে তুই- ছিলি নয়ন মণি,
পারিনি সোনার অঙ্গে সোনার বসন দিতে,
আদর-স্নেহের কমতি কেউ কখনো করিনি,
সবকিছু ভুলে-রে তুই গেলি সবাইকে ছেড়ে–
হাসি মাখা মুখে তুই করলি আঘাত পিঞ্জরে।।


আপন যারা ছিলো তোর; হইলো সবে পর
দেখলিনা চেয়ে যাবার বেলা ভাঙলো কত হৃদয়,
যেথায় গেলি; সেথায় যেন থাকিস বড় সুখে,
ভালোবাসার চাদর বিছিয়ে সব করে নিস জয়,
রাখিস মনে ধ্বংস সেজন; যে ভাসে অহংকারে,
হাসি মাখা মুখেই থাকিস জনম জনম ধরে।।
_______________________
১৬/১২/২০২২🖋️