কয়েকদিন থেকে খোঁজ রাখি না–
রোজ কতজন হলো সনাক্ত কিংবা
কতপ্রাণ হারিয়ে গেল নিরবে; অবহেলা,
অনিয়ম আর ব্যবসায় অন্ধ মানবতায়?


একসময়; বলা যায় 'করোনা'র শুরুর দিকে
ক্রিকেট খেলার স্কোর দেখার মতো
নেশায় পরিণত হয়েছিল সেসব খবর;
সেসময়ে অনেকে জোর গলায় বলেছিল–
সব ভুয়া, কারো কারো মতে গুজব,
আবার গুজব রটনাকারীর বিরুদ্ধে
তড়িঘড়ি আইনের আওতায় এনে শাস্তি!
যদিও গুজবটাই অনেককে সতর্ক করেছিল
অনেক অনেক বেশি সতর্কতা অবলম্বনে।


আজ উল্টো খবরে থমকে থাকি–
যারা বলেছিলো ওসব খবর  ভুয়া;
তারাই সঠিক, আর যারা গুজব বলে
সাফাই গেয়েছিল– তারা যেন
ধোকা দিয়ে গেছে দেশের মানুষকে।


আর যাই হোক; পরিসংখ্যানের সত্য-মিথ্যা
সময়ের কোলে প্রকাশিত হবেই একদিন,
জবাবদিহিতায় কেউ ছাড় পাবে না–
আজ যারা সুযোগ পেয়ে অসদুপায়ে,
ছলচাতুরী করে হয়েছে সুবিধাভোগী;
এই দেশ-জাতি কখনো ক্ষমা করবে না।
---------------------------------------
১৩/০৭/২০২০🖋️    


#কোভিড_১৯ কালে লিখা...