জীবন রে, ও জীবন; একবার বলতো শুনি–
কিসের জন্য, কিসের আশায় রাত-দিন
চলিস তুই বিরতিহীন– কখনো গন্তব্যের
খোঁজ পেলেও বেশিরভাগ গন্তব্যহীন!


সফলতায় কিংবা ব্যর্থতায় দেখি ভাগ্যের হাত–
ভাগ্য সহায় না হলে; মানুষের সব চেষ্টা বরবাদ।


-হতে চেয়েছিলাম অনেক কিছু
            হতে পেরেছি একজন মেকানিক,
হাসি-কান্নার মাঝে যন্ত্রের সাথেই
            সবার মতো জীবন চলে দৈনিক।


সব চেষ্টার ফসল বন্দী অদৃশ্য ভাগ্যের হাতে–
সাদা-কালো ভাগ্য নিয়ে মানুষ বাঁচে পৃথিবীতে।


স্বপ্নগুলো যেনো তা-ই স্বপ্ন-ই রয়ে গেছে,
জীবন নিয়েছে মোড় তার নিজের মতো,
ভাঙা মনের খণ্ডাংশ কুড়াতে গিয়ে রোজ–
ক্লান্ত, ক্ষতবিক্ষত, পিচঢালা সড়কের মতো।


-'ভাগ্য বলে কিছু নেই'– বলতাম একদিন;
দেখি, ভাগ্যের ভিতরেই সব মানুষের-ই ঋণ।


তবুও স্বপ্ন সাজাতে মানুষের চেষ্টা চলে দিনরাত,
ভাগ্যের পরিণতির সুনিপুণ হিসেব নিকেষ ভুলে,
কারো চেষ্টার ফল প্রসন্ন, কারো বা ভীষণ বিষন্ন,
ভাগ্যে দোলায়িত হয়ে মানুষ মৃত্যুর দুয়ারে চলে।
------------------------------------------
২৭/০৯/২০১৬🖋️        ❝🕒🎤🕝❞