ওরা ক্ষ্যাপা, পাগলা কুত্তা
            ওরা হায়েনার থেকেও হিংস্র
         ক্ষমতার লোভে ওরা পশু থেকেও-
         জঘন্য, ঘৃণিত, ওরা খুনী, গণখুনী।


           ওরা রক্ত ঝরাতে আনন্দ পায়,
       ক্ষমতার লোভে ওরা ধারালো কুঠার
              আর চকচক ঝকঝক ছুরি দিয়ে
      মানুষের গলা কাটতে, স্বাধীনতাকে মারতে
                               নির্ভীক অগ্রগামী।


     ওদের রুখতে হবে, আঘাত করতে হবে
                      ওদের পাথর মনটাকে।
          ওরে কুলী, মজুর, চাষী ভাই আমার
        এক্ষুনি চলে এসো সব কাজ ফেলে,
         আঘাতের পর আঘাত করতে হবে-
       ওদের বিষাক্ত, অপবিত্র রক্তের দেহটাতে।


       ওই পাগলা কুত্তাদের মেরে এক কবরে
                               রাখতে হবে- নইলে,
   আমাদের প্রত্যাশিত শান্তি হারিয়ে যাবে,
                 হারিয়ে যাবে স্বাধীনতার মান।


           যার যা আছে, তা নিয়ে আবার
     যুদ্ধ করতে হবে- বাঁচতে হবে, বাঁচাতে হবে-
                   অনেক অনেক কষ্টে অর্জিত
                    আমাদের মূল্যবান স্বাধীনতা।
_____________________
১লা ডিসেম্বর ২০০৬🖋️    
(কবিতাখানি ২০০৬ সালে স্থানীয় বিজয় সংখ্যা 'দৃষ্টি'তে প্রকাশিত।)