বাঁশঝাড় কিংবা ছোট ঝোপঝাড়ে বেষ্টিত
সুনিবিড়, শান্ত দীঘি; বুকে স্বচ্ছ জল,
ফাঁকফোকড়ে বসে থাকে মাছরাঙা-
দীঘির জন্য দৃষ্টিতে প্রেম বড্ড টলমল।


কখনো কখনো মাছরাঙা মনের আনন্দে
দীঘির জলে দেয় ডুব হঠাৎ করে,
ফিরে আসে যেনো জলের গায়ে চুম্বন দিয়ে-
আবার বসে থাকে চুপচাপ করে।


আহা প্রেম, আহা টান, অনিন্দ্য সুন্দর-
দীঘির শান্ত জল নড়ে উঠে, জাগে মৃদু ঢেউ-
ভাবি, এ যেনো প্রকৃত, গভীর ভালোবাসা!
আসলে একটা 'মাছ' উপপাদ্য; ভাবি না কেউ।


দীঘির জলে মাছ আছে বলে দীঘির সাথে
মাছরাঙার এই টান, সম্পর্ক- সৌন্দর্য,
ওরে; বুঝে নাও মন, পৃথিবীর কালো নিয়ম-
স্বার্থ ছাড়া এখানে থাকেনা কারো প্রযোজ্য।


যতদিন কাউকে কিছু দিয়ে যেতে পারবে-
হয়ে থাকবে ভীষণ ভালো, আপনজন,
হঠাৎ করে একদিন ক্ষান্ত হলেই দেখবে-
এখানে চিনবে না তোমাকে কারো নয়ন।


স্বার্থ ছাড়া কেউ কারো নয় যে; এটাই সত্য
ভুক্তভোগী তোমার মতো আমি নিজেও,
রক্তের টানও থাকে দূর থেকে দূরে;
নগ্ন হয়ে নাচে, হাসে স্বার্থের নীল ঢেউ।।
----------------------------------------
৩০/০৮/২০১৯🖋️