সব শিশুরা দুষ্টু থাকে ভীষণ–
                 শান্ত-শিষ্ট, নম্র, ভদ্র এখন...।


       লেপ মুড়িয়ে খাটের উপর,
                 থাকছে বসে দিন-দুপুর।


       দাঁতে মুখে কাঁপন নিয়ে
                 টিভির দিকে থাকে চেয়ে।।


       বইছে শুধু হিমেল হাওয়া
                 বিছানাতেই খাওয়া-দাওয়া।


       বন্ধ সব খেলা ধুলা
                 হয়ে আছে আলাভোলা।


       বুঝতে পেরে শীতের জ্বালা  
                 লেপকে করেছে গলার মালা।।


       তবু কি আর লাগে ভালো–
                 দিনের বেলাও নেই যে আলো!


       শীত; তোমার পায়ে ধরি
                 যাওনা এবার মোদের ছাড়ি–


       শিশুরা আর কত দিন
                 শুনবে তোমার বিষন্ন বীণ?


       তোমার কঠিন হিমেল পরশ
                 সবার গতর করছে অবস।


       শুধু একা হাসীব নয়;
                 তামান শিশুই অবাক হয়।।
_____________
৩১/০১/২০২১🖋️