একটি শহীদ মিনার;
শুধুমাত্র নির্দিষ্ট তারিখে তারিখে
মহান ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধে
নিহত বীর সেনাদের আত্মার প্রতি
শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার বেদী বা স্থান নয়।


একটি শহীদ মিনার;
অসংখ্য বেদনার নিদারুণ কথামালা
                          এবং গর্বের প্রতীক,
লক্ষ প্রাণের বিদেহী আত্মার প্রতীক,
মা-বোনের হারানো সম্ভ্রমের কাহিনী–
পড়ে থাকা লাল শাড়ী কিংবা
        অনাকাঙ্ক্ষিত কাফনের কাপড়।


একটি শহীদ মিনার;
দেশের ভেতর অঞ্চল ভেদে গর্বের ইতিহাস,
আঞ্চলিক সাংস্কৃতিক সৌন্দর্য এবং
                  রুচিবোধের দুর্দান্ত প্রতীক,
ভাষার জন্য আত্মত্যাগের দুঃখ ভোলার গান,
স্বাধীনতা যুদ্ধে নির্ভীকতার গর্বিত পরিচয়।


একটি শহীদ মিনার;
আমার ২১, আমার ৫২, আমার ৭১,
আমার গর্ব, আমার অহংকার,
বিশ্বের বুকে বুক চিতিয়ে থাকা,
মাথা উঁচিয়ে থাকা আমার বাংলাদেশ।।
____________________
২০/০১/২০২৩🖋️