এই যে এত রাগ-ক্ষোভ, মান-অভিমান
গোমড়া মুখ নিয়ে দিনের অভিযান,
হাসতে চেয়েও হাসছো না কোন দুঃখ পেয়ে;
হৃদ-পেয়ালায় আফসোসের দীর্ঘশ্বাস চলছে ধেয়ে,
—জানো না এসব ভালোবাসারই প্রকাশ,
অযথা ভারাক্রান্ত করতে চাও বিশাল আকাশ।


দুঃখ কার নেই? ঐ যে চন্দ্র সূর্য তারা
কষ্ট তাদেরও করে দিশেহারা,
কোনকিছুই পূর্ণ করতে পারে না মানুষের মন–
প্রিয়তম, অশ্রু ফেলে ক্লান্ত করো না নয়ন।
কিছু দুঃখ-কষ্ট-আফসোস, রাগ-ক্ষোভ, মান-অভিমান
লুকিয়ে রেখেই গড়তে হয় জীবনে নিরিবিলি সুখ উদ্যান।


সুদূরের কোন একদিন দেখবে তুমি–
লজ্জিত হয়ে থাকবে তাদের দৃষ্টি মাটিতে চুমি;
আজ যারা ভুল বুঝে, ভুলে দিচ্ছে আঘাত–
ভুল ভাঙলে নিজে নিজে পাবে চপেটাঘাত।


শক্ত হও প্রিয়, বাড়াও হাসিমুখে মনোবল
ঝরাইও না আর নয়নের স্বচ্ছ জল।
আজ যত পারো সহে যাও নিরবে একা–
একদিন হবে মহিয়ান, থাকবে না দুঃখ রেখা।
------------------------------------------
০৯/০৭/২০২০🖋️          
উৎসর্গঃ সবচেয়ে কাছের প্রিয় কিছু মানুষ।