আজ মানুষের রক্তে রঞ্জিত দেশ!
জন্মদিনে লাল গোলাপ শুভেচ্ছার
                কোন প্রয়োজন নেই।


আকাশের বিজলী চমকানোর মতো
পেট্রোল বোমায় ঝলসে উঠে রাজধানী,
তাই আতশবাতির কি প্রয়োজন
                        কারো জন্মদিনে?
অবিরাম বৃষ্টির মতো শুনতে পাই
বুলেট ছুটে চলার শব্দ, মেঘেদের মতো
বিকট শব্দের মতো রোজ রোজ
ককটেল ফোটার শব্দে আমার কান
                        বধির হয়ে গেছে।


বারুদের গন্ধে ভরপুর আমার হৃদয়–
জুঁই, চামেলি, বকুল, বেলি, রজনীগন্ধা!
কোন সুগন্ধী ফুলেরই প্রয়োজন নেই।
তোমরা যেভাবেই বল; যতবারই বল–
শুভ জন্মদিন, তবুও হাসাতে পারবেনা,
কেননা দেশ ডুকরে ডুকরে কাঁদছে ।
------------------------------------
৩১/১২/২০১৩🖋️      
২০১৩ সালের দেশের অবস্থানুযায়ী বাস্তবতা প্রকাশ করার চেষ্টায় লিখেছিলাম এই কবিতা...