ওরা যখন এলো; মায়ের পেটে থেকে–
পুরো দেশ তখন 'লকড ডাউন'-এ,
এবং তা গেলো বছরের ঘটনা......।


'লকড ডাউন' ওঠে গেলো ধীরে ধীরে,
পৃথিবী আবার স্বাভাবিক হতে লাগলো,
মানুষের মনে স্বস্তি এলো কিছুটা;
বিজ্ঞান জানালো– 'করোনা'র
টিকা আবিষ্কারে তারা সফল....।


সংক্রমণ আর মৃত্যুর হার কমে গিয়েও
'বিশ একুশ'-এ আবার বাড়তে লাগলো,
আবার 'লকড ডাউন' এ বাংলাদেশ,
অথচ; ওদের এক বছর পূরণ-ই হলো না।


হাজার ভয় আর শঙ্কা নিয়ে,
প্রতিদিন কবর খুঁড়ে খুঁড়েও,
চিতা জ্বালিয়ে, কফিন সাজিয়ে,
চোখের জল মুছে, কষ্ট চেপে রাখে
এগিয়ে যাচ্ছে পৃথিবী এবং বাংলাদেশ....


সবকিছু কাটিয়ে ওরা'ও বেড়ে উঠুক,
ভালো থাকুক এবং অশুভ সব জয় করুক।
_______________________
০৪/০৪/২০২১🖋️
উৎসর্গঃ সাফিন এবং শিহাব  (ভাতিজা ও ভাগিনা)