দালানের দেয়াল– মেঝে, পিচঢালা পথ,
সবুজ ঘাস ছুঁয়ে লাল রক্ত গড়ালো
                                 নদীর বুকে,
শহর-বন্দর, গ্রাম, ফসলের ক্ষেত
নদীর চর, পুকুর ঘাট, গাছতলা, বাঁশতলা–
শুধু লাশ আর লাশ! লাশের ভারে
                             দেবে গেছে মাটি,
লাশের গন্ধে বাতাস স্থবির, সম্ভ্রম হারিয়ে
বাকরুদ্ধ হয়ে বেঁচে আছে কত মা-বোন!
                             শুধু-ই নির্মমতা।


এতো ক্ষতির পরেও পিছু হটেনি
সোনার বাংলাকে স্বাধীনতা এনে দিতে
                                 বীর মুক্তিযোদ্ধারা।
পরাজয়  নিশ্চিত জেনে; শেষ কামড়–
পাক-হানাদার মেতে উঠলো বুদ্ধিজীবী হত্যায়!


হানাদারদের কেউ ভুল করেও ভাবে নি–
মৃত্যুর অনেক আগেই এদেশের বুদ্ধিজীবীরা
যে পথ করে গেছে নকশা; সে পথ তো
কোনোদিনও মুছে দেওয়া যাবে না,
তাঁদের দেখানো পথেই হেঁটে আমরা সফল–


বুদ্ধিজীবীদের অবদান বৃথা যেতে দেই নি–
বৃথা যেতে দেবো না, বিশ্ব অবাকে চেয়ে র'বে,
                 ইতিহাস হবে যার জ্বলন্ত সাক্ষী।
______________________
১৪/১২/২০২০🖋️