থাক না গোপন অন্তরে অন্তরে অনন্ত বিরহ রোদন,
শত মন পোড়াবার আয়োজনে কী প্রয়োজন?
বিরহের আগুন নেভাতে গেলে
শত মনে ছড়িয়ে সে আগুন উঠবে জ্বলে,
আজ তুমি-আমি দুজন দুজনার নই
অন্য দুজনের সাথে আমৃত্যু পেতেছি সই।


নিজেই জ্বলবো, জ্বলে জ্বলে ছাঁই হোক হৃদয়
হাজার জ্বলেও এ হৃদয়ের যে, নেই কোন ক্ষয়।
আজ ভাবি, হয়তোবা প্রিয়সখী ছিলে
প্রিয়তম ছিলাম তব হৃদয়ে কোন কালে।
ওই সব অতীত কালের স্রোতে যাক, যাক না ভেসে
অতীত ভুলে অভিন্ন থাকি বন্ধু বেশে-----।


চির অম্লান হোক নবরূপে পাওয়া এই বন্ধুত্বের বন্ধন
বলো, শত মন পোড়াবার আয়োজনে কী প্রয়োজন?
না হবে তুমি সুখী- না হবো আমি
দুজনার মনের সাথে শত মন শুধু হবে পোড়াভূমি।
কেন হেঁটে আসছি মুখোমুখি কলঙ্ক মোহনার দিকে?
বন্ধু, দূর থেকেও ভালোবাসা যায়; এভাবেই চাই বাঁচতে।


হৃদ-গোরে কাফনে ঢেকে দেই বিরহ সব; সুনিপুণ,
নতুন করে নিজেকে জ্বালানোর কী প্রয়োজন???
----------------------------------------
০৬/০৯/২০১৭🖋️