তখন পথের মোড়ে মোড়ে কাঁচাপাকা
বাঁশ ফেলে আটকে দেওয়া হয়েছিল
                        পথের স্বাভাবিক গতি।
ঘর থেকে বেরুলেই পুলিশের তীব্র হুইসেল,
লাঠি চার্জ, হাসপাতাল থেকে আসে শুধু
                  তাজা তাজা মৃত্যুর খবর!


টিভির পর্দায় প্রতি মুহূর্তের আপডেট,
ক্রিকেটিয় ভাবে বাড়ে করোনা আক্রান্ত
               রোগীর সংখ্যা, মৃত্যুর সংখ্যা।
বাড়ে আহাজারির সংখ্যা, শত সহস্র
অমানবিক দৃশ্যের সংখ্যাও বাড়ে দিনে দিনে
                          জোয়ার ভাটার মতো,
আবার সুখ তারার মতো মানবতাও
জ্বলে উঠে মনুষ্যত্বের শ্রেষ্ঠ উদাহরণ স্বরূপ।


লকড ডাউন, শাট ডাউন, কোয়ারেন্টাইন,
আইসোলিউসিন শব্দগুলোর সাথে ভীষণ
ভয়ংকর ভাবে পরিচিত হচ্ছি, রপ্ত করছি।


সব কিছু ছাপিয়ে সবার মনে বাড়ে
জীবন-মরণ এবং ভালো থাকা না থাকার
                  জোরালো সংখ্যা–আশঙ্কা,
যে যেখানে আছি, আটকেই আছি।
ঠিক এমনই দিনে মর্ডান ক্লিনিক থেকে
খবর এলো– কোনকিছুর তোয়াক্কা না করে
আমাদের ঘরে এসেছে এক নতুন অতিথি!
                     যার নাম রেখেছি সাফিন।
________________________
              ০৪/০৫/২০২২🖋️
উৎসর্গঃ সাফিন