ওহ্, এবারো হলো না!
হলো না; তাতে কি? আর কি হবে না?
আজকের হার থেকে শিক্ষা নাও,
চোখ বুজে কিংবা ধৈর্য্যহারা হয়ে
তলোয়ার চালালেই জয় পাওয়া না।


শেখো- মনোবলের ঘাটতি থাকলে
বিপুল প্রতাপশালীর শক্তিও হয় অকেজো,
সচল ইঞ্জিনের নৌকাও তীরে এসে ডুবে যায়।


শুধু হাসাতে শিখলে হবে না; শিখতে হবে
সেই কৌশল- যাতে মানুষের চোখ বেয়ে
লোনা জল বেরুনোর সুযোগ না পায়;
তোমাদের দিকে তাকিয়ে আছি আমরা,
তাকিয়ে আছে বাংলাদেশ, ষোল কোটি বাঙ্গালী।


হলো না; তাতে কি? আর কি হবে না?
কালকের জন্য তৈরী হও; জয় আসবেই।
পরাজয়ে ডরে না বীর,
জ্বলে উঠো তেগুন তেজে।


তোমাদের জন্য রইলো অফুরান ভালোবাসা,
অফুরান শুভ কামনায় চিৎকারে চিৎকারে
গগনে বাজাবো ঢোল- বাংলাদেশ,
তবুও বাংলাদেশ, আমার বাংলাদেশ।
-------------------------------------
০২/০৬/২০১৯🖋️        


#উৎসর্গঃ ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করা বাংলাদেশ ক্রিকেট দলকে। ভারত বধে ব্যর্থ হলেও অনেক ভালো খেলোছিলো.....প্রিয় 🇧🇩