সে এক জনাকীর্ণ শহর– অফিস- আদালত,
কলকারখানা আর কংক্রিটের পথ,
ব্যস্ততা সারাদিন; হাজার গাড়ির জ্যাম,
বাঁশির সুর তুলার সুযোগ পায় না শ্যাম–
সে আমার রাজধানী ঢাকা,
সেখানে মানুষ চিনে শুধু টাকা,
রাজধানী ঢাকা মানেই যেন বাংলাদেশ,
আর বাদবাকী সব ভিনদেশ!
সেখানে যে দাঁড় করাতে পারে নিজেকে
বিশ্বও যেন চিনে নেয় তাকে।


সেখানে আমার নেই কোন প্লাটফর্ম,
পদচারণা নেই বললেও হয়ে যায় কম–
অচেনাই থেকে যাই নিজ গ্রামে
শব্দগুলো যায় না কোথাও হলুদ খামে।
তবুও হিংসে নেই কারো প্রতি–
জানি, অর্থ-ই উপহার দেয় খ্যাতি।


রাজধানী করুক তাদেরই বিখ্যাত, আমি ভাই–
যা দেখি; ঠোঁটের ভাষায় লিপিবদ্ধ করে যাই,
ছড়িয়ে দেই একান্ত ভালো লাগার অনুভূতি থেকে
সাদা-কালোই থেকে যেতে চাই গ্রামের পথে পথে।
------------------------------------------
১৭/০৮/২০২০🖋️