১৫ই আগস্ট, ১৯৭৫; সুবেহ-সাদিকের সময়
পাখিদের ঘুম ভেঙেছিল ব্রাশফায়ারের শব্দে,
                            অতঃপর সূর্য উঠেছিল;
তোমার এবং তোমার পরিবারের রক্তের গাঢ়
রঙ মেখে এবং লিখা হয়েছিল সেদিনই
ইতিহাসের কালো অধ্যায় ভয়াল ৭৫।


বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে মেঝেতে পড়েছিল তোমাদের সবার দেহ– সপরিবারে
তোমাকে হত্যা করে সে-ই দিন ঘাতকেরা
                  অট্ট হাসিতে করেছিল উল্লাস!
                             জঘন্যতম হত্যাকাণ্ড!


ঘতকদের অট্টহাসির শব্দ দেয়াল ছুঁয়ে
প্রতিফলিত হয়ে ফিরে আসার আগেই
তোমার রুহ নিয়েছে বিদায় পৃথিবী থেকে।
তবে তারা অনুমানও করতে পারে নি
শুধু পূর্ব বাংলার বাঙালির হৃদয়ে নয় বরং
পৃথিবীর ইতিহাসেও অমর হয়ে গেলো
                      তোমার নাম! বঙ্গবন্ধু।


তুমি বাংলাদেশের মহান স্থপতি,
বাঙালি জাতির জনক, স্বাধীনতা যুদ্ধের
                   মহানায়ক, নির্ভীক নেতা,
হে বঙ্গবন্ধু– ঘাতকদের আশা পূর্ণ হয় নি,
তোমার নাম-নিশানা, আদর্শ-চেতনা কারো
               মন থেকে মুছে দিতে পারে নি।


তুমি আছো;
তুমি রবে প্রত্যেক বাঙালির মনে-প্রাণে,
পদ্মা-মেঘনা-যমুনা যতদিন বয়ে যাবে...।
-----------------------------------------
১৫/০৮/২০২০🖋️