তুমি চাঁদের মতো হ'ও
যার আলোয় কেউ পুড়ে না,
তুমি জ্যোৎস্নার রঙ হ'ও
যার গায়ে কখনো কলঙ্ক লাগে না।


তুমি হ'ও সেই শান্ত নদীর স্নিগ্ধ জল
যার গায়ে পড়লে নজর;
যার জলে ডুবালে হাত;
যেন পাষাণ হৃদয়ও হয়রে শীতল।


তুমি হ'ও জোনাক পাখি
আঁধার রাতে আলোর খেলা,
তুমি হ'ও কারো মনাকাশে
হরেকরকম তারার মেলা....।


তুমি হ'ও কারো জন্য সুখের বাবুই,
যে ঘরেই যাও না তুমি–
ঘরখানা সুখের ছোঁয়ায়
রাত-দিন নেচে যাবে, সুখ হবে থৈথৈ।


তুমি হ'ও শিশির ফোটা,
ফুল-পাখি-প্রজাপতি,
তুমি হ'ও সুখের প্রতীক
অন্ধের স্বর্ণ- জ্যোতি।।
______________
২৬/০৩/২০২১🖋️
উৎসর্গঃ ছোট বোন জাকিয়া আন্জুম জেমি