আজ না'হয় না হোলো লিখা-
কোন প্রেম কিংবা সুখময় কবিতা,
আজ না'হয় একটু শোকে শোকাহত;
নিরবই থাকলাম, একটু না'হয়
তার মায়ের আহাজারি,
                বাবার পাথর হয়ে যাওয়া,
বোনের আর্তচিৎকারে মাটিতে গড়াগড়ি,
আত্মীয়স্বজন আর পাড়াপড়শির দীর্ঘশ্বাসগুলো
অনুভব করার চেষ্টা করলাম!


কে সে? যার জন্য 'শোক' প্রকাশ করছি!
আসলে তাকে চিনতাম না, দেখলাম-
চেয়েও থাকতে পারলাম না দুয়েক সেকেন্ড,
কী বীভৎস! 'আশা এন্টারপ্রাইজ', এর সামনে
পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের উপর-
কচি মগজটা বেড়িয়ে গেছে শতদিকে।


দশ চাকার ট্রাক তার মাথার উপর দিয়ে
যাওয়ার পর থেকে সে আজ
শিরোনামে, পত্রিকায়, ফেসবুকের
                            পাতায় পাতায়।


পঞ্চম শ্রেণীতে শেষ! উড়ে গেলো জীবন পাখি,
সড়ক! আর কত কচি পাকা জীবন নেবে কেড়ে?
---------------------------------------------
৩১/০১/২০১৯🖋️