যখন আমার চারিদিকে শূন্যতার খেলা
হৃদয়ে হাহাকারের ঢেউ দিয়ে চলে দোলা,
এতো আলো! তবু চারিদিকে অমানিশা দেখি;
হৃদয়াঙ্গনে হাজার পরিচিত কুৎসিত পাখি,
আনন্দে ধারালো ঠোঁট দিয়ে আঘাত করে,
আমার চক্ষু হতে নিরবে জ্বলন্ত জল পড়ে,
অবিরত বর্ষণের মতো, সবাই খোটা দেয়-
আমি বেকার, এ পৃথিবী আমাকে না চায়।।


যাদেরকে ভালোবাসি, বিলিয়ে দেই আদর,
তারা শুধু ছলনাতে ভরিয়ে দেয় অন্তর।
আর প্রেমের চাদর যেখানেই বিছাই;
দেখি, কোন প্রান্তেই ঠাঁই নাই।।
আমাকে কেউ বোঝে না, খুঁজে না
তাই, আশা-প্রত্যাশা স্বপ্ন-পথ খুঁজে পায় না।


সব আশা যখন উড়ে গেছে নিরাশার
পাখি হয়ে, বেঁচে থাকার স্বপ্ন আমার
ক্ষয়ে যায়, অশ্রুতে ধুয়ে যায় প্রতিদিন,
কারো কাছে কিছু পাওয়ার প্রত্যাশা যখন–
ছেড়ে দিয়েছি একেবারেই এবং হৃদয়ে আমার
শুধুই শূন্যতা,  তখনই পেলাম উপহার
তোমার ঠিকানা হতে-
এক জন্মদিনে।  ভাবিনি এই স্বার্থপর পৃথিবীতে
আড়াল থেকে সঙ্গ দেয় কেউ চলার পথে!


সেই উপহার পেয়ে জন্মেছে মনে নতুন স্বপ্ন-আশা
যেন দূর হয়ে গেছে জীবনের চলতি সব হতাশা।।
----------------------------------------
৩১/১২/২০০৭🖋️        
উৎসর্গঃ আমার কবিতার প্রথম প্রেমিক......