তুমি অনেক বড় হবে, হাসবে, গাইবে, বাঁচবে
নিজের মতো ছুটবে–মন যেথায় যেতে চাইবে।
যা খুশি তা করো তুমি- নেইকো কোনো আপত্তি,
সবার আগে মানুষ হবে; ছড়িয়ে আপন জ্যোতি।
বড়দের করবে সালাম আর ছোটদের স্নেহ,
অসহায়ের পাশে গিয়ে বিলিয়ে দিও মোহ।
গুরুজন আছেন যারা– তুমি সবার কাছে ঋণী,
মানলে তাঁদের শ্রদ্ধাভরে; স্নেহ পাবে চিরদিনই।


ভালোকে বলবে ভালো, মন্দকে সর্বদাই মন্দ,
নয়ন জ্যোতি থাকতে তুমি হইয়ো না কভু অন্ধ।
দেখতে যদি পাও অন্যায়-অত্যাচার, অনিয়ম,
প্রতিবাদে বল না পেলেও চালিয়ে দিও কলম।
চলার পথে মিথ্যার সাথে করিও না আপোষ,
নিজের দোষ ঢাকতে অন্যকে দিও না দোষ।
ভালো পথে চলে যারা– ঈশ্বর দেন যে সাথ,
বিপদে পড়লেও তারা হয় না'কো বরবাদ।


মানো যদি ভালো কথা থাকবে অনেক ভালো,
তোমার পাশে থাকবে না আর কোনো কালো।
________________________
২২/০৮/২০১৬🖋️