লকড ডাউন– 'ঠগ' ডাউন
ভালো আর লাগে না,
কোভিড ১৯-২০ কিংবা ২১–
আর তুই জালাস না।।


কোয়ারান্টাইন, আইসোলিউসন
আরো কত জটিল শব্দ!
মহামারী, আহাজারি– মানুষ তবুও
হয়ে থাকছে না কভু স্তব্ধ।


ওরে; আবার শুনছি এবার-
কা-র-ফি-উ! শাট-ডাউন!
তাই শুনে হা-হুতাশে জড়সড়
আপামর সকল মন-প্রাণ।


হায় 'করোনা'! এত ধিক্কার, ঘৃণা–
তোর কি তবুও হবে না লজ্জা?
কবে হবি তুই দূর– তোর ঠিকানায়?
ধরণী যে হচ্ছে লাশের সজ্জা!
_______________
২৮/০৬/২০২১🖋️