একটা মাত্র ভুল অনাকাঙ্ক্ষিত ভাবে,
নিজের অজান্তে একটা মাত্র ভুল!
একটা মাত্র ভুল অনিচ্ছাকৃত
টাচ ফোনের যুগে মুহূর্তে একটা মাত্র ভুল!


সেই ছোট্ট ভুল- দেখলাম,
                 সহস্র মাইল দূরের
                     কারো চোখের জল;
ভাঙ্গা কাচের মতো ঝরে পড়া হৃদয়,
মনের বাগান পোড়া ছাই বাতাসে উড়ে।


একটা মাত্র ছোট ভুলের মাসুল গুনতে-
হৃদয়পটের সুউচ্চ মিনার ভস্মীভূত,
নদী-সাগর-মহাসাগরের জলশূন্যতা
পৃথিবীটাই যেনো মরু প্রান্তরে রূপান্তরিত
তবুও অনুশোচনার আগুন শেষ হয় না।


ক্ষমা করে দিও, ক্ষমা করে দিলেও
আমি যেনো শান্তি পাবো না; তাই তোমার দ্বারে
ক্ষমাপ্রার্থী হয়ে রইবো জীবনায়ু পর্যন্ত।
------------------------------------------
২৯/০৮/২০১৮🖋️