হে বসুন্ধরা ,
আমায় ক্ষমা করো.....
জানি কালের সাক্ষী হয়ে তুমিও  আমায় অভিষাপ দেবে
ছুড়ে দেবে আমার ওপর তোমার যতো ঘেণ্ণা
অথচ...........


অথচ ,
নিয়ম আমায় পরিয়েছে লোহার শিকল , সমাজ আমায়  দেখিয়েছে অপ-কলঙ্কের ভয়
-------------আর নিয়তি ,
নিয়তি আমায় নিয়ে করছে উপহাস ,
হে বসুন্ধরা.....
আমায় প্রশ্ন করো না
আমায় ক্ষমা করো ।


তাং ১২/০৭/২০১৮ ইং