কষ্টে ভরা জীবন

তানভীর আহমেদ (মুসা)

কষ্টজীবিকা মানুষ আমি
                 কষ্ট ছাড়া যে মৃত ,
কষ্টে কষ্টে সুখের পাতাগুলো
                   হয়েছে অজ্ঞাত।

ঋণের কষ্টে পথ অন্ধকার
                অভাবে নষ্ট বৈশিষ্ট্য ,
মনের মাঝে প্রেমের কষ্ট
               ঘরের কষ্ট অবশিষ্ট।

বাহিরে এলে হয়রে আবার
       নতুন নতুন কষ্টের সূচনা ,
কষ্ট আমায় করেনি তোঁ তবু
                কষ্ট থেকে বঞ্চনা।

কষ্টে কষ্টে হয়েছি পথভ্রষ্ট
             কষ্ট তবু হয়নি স্বার্থপর  ,
কষ্ট আমার অলংকার ভাই
  কষ্টে কষ্টে'ই বাঁধবো গোরে ঘর ।

কষ্ট আমার সকাল-বিকাল
                কষ্ট আমার রাত্রি ,
কষ্টে ভরা জীবন আমার
                 কষ্ট'ই সহযাত্রী ।

কষ্ট আমার কাব্য কবিতায়
             কষ্ট মধুর সংসার ,
কষ্ট'ই আমার অতি আপন
    কষ্ট ছাড়া জীবন অসাড়।

কষ্ট আমার  দু নয়নের জল
               কষ্ট আমার আরেক নাম ,
কষ্ট'কে কেউ বাসেনা ভালো
       কষ্টতে আছে হরেক পরিণাম ।

তাং ১৭/৫/২০১৭ ইং
স্থান ; ভৈরব, নদীর পাড়। রাত ৩:৫৩