অভিমানের কাটগড়ায় দাঁড়িয়ে নিজেকে যতোটাই
                   বাহাদুর ভাবি না কেন  
        সবকিছু তখনি অর্থহীন হয়ে যায়........
                 যখন তোমার কথা ভেবে
আমার মেঘাবৃত বেদনার আকাশ থেকে অশ্রু ঝড়ে  ,
                      মনের বৃত্তে থাকা
            কষ্টগুলো তখনি আরো বেড়ে ওঠে.....
      যখন রিক্ত মনে শূন্যতাবোধ খুব চেপে ধরে  ,
                         মনের মূল্য.....  
                  সে তুমি বুঝবে কি করে ?


আমার সমস্থ এলোমেলো আশা আকাঙ্ক্ষা ,
                    বুকের খুব গভীরে
      খনন করে চাপা দিয়েছে কষ্টগুলো.....
কতো অসামান্য স্বপ্ন দেখিয়ে কতোই না খেলেছো ,
বেদনাগুলো আমাকে দিয়ে সুখগুলো কেড়ে নিয়েছ ;
                           কি পেয়েছ ?
              জানতে ইচ্ছে হয় , কি পেয়েছ ?


তোমার প্রবঞ্চিত ভালোবাসা একমাত্র আমার
                 বিশ্বাসী হৃদয়ের খুনি ,
                      বলতে পারবে ?
কি দিয়ে আবার , আমার সেই স্বপ্নরাজ্য'টা বুনি ?
              বেলায়-অবেলায় এখন আমি
                  বিনা স্রোতেই ভেসে যাই
স্মৃতির তাড়নায় বেঁচে আছি মরনাপন্য মানুষের মতো ,
                            বলতে পারবে ,
              এ পুড়ামন কোথা গিয়ে জুড়াবো ?


জোনাকি'র মতো প্রত্যহ নিবিড় অন্ধকারে প্রতিক্ষণে
                     তোমাকে খোঁজে যাই  ,
    রাজ্যের সমস্থ মানুষ যখন গভীর ঘুমে আছন্ন
                        তখন শুধু আমি'ই
      নির্ঘুমের প্রহরী হয়ে বেদনায় ভেসে বেড়াই ,
           আমার দুচোখে কোন ঘুম নেই......
আমার দুচোখের ঘুম সেই কবেই গুম হয়ে গেছে ,
        কেউ আমায় ছটাক ঘুম দত্তক দেবে ,
              কতদিন চোখভরে ঘুমাই না ।


তাং ২৬/০৪/২০১৮ ইং