তীক্ষ্ণ চোটে মোর তিক্ত ভূবলয়
         শঠতায় স্পৃষ্ট অশ্রুসিক্ত আঁখিলয় ,
সঙ্গচ্যুত মন বিঘোরে বিমর্ষ
                স্মৃতির প্রহারে কলিজা ছিদ্রদ্বয় ।


তব-দহনে ব্যথিত হৃদয় উৎপীড়িত
        খুঁজে-ফিরে প্রত্যহ প্রশান্তির আশ্রয় ,
প্রাণ-নাশই ভালো'রে আমার ,
              যদি না হয়
                     দুর্বহ এ যাতনার অত্যয়!


প্রতপ্ত এ ক্ষতচিহ্ন মোরে করেছে সজ্জিত
            নিরন্ন উন্মাদের মতো নিশান্ত-নিঃশব্দ ,
অন্ত-হীন এ প্রতীক্ষা'র যুদ্ধে
           আর কতোটা পথ করবো'রে অত্যয়িত ।


নির্মম এ ব্যথার বৃত্তে নিত্যই আমার
                    ক্ষুদ্র স্বপ্নগুলোর হয়রে সর্বনাশ ,
যদি করবিরে তুই এমন ছল
             তবে কেন বল ,
                      দিয়েছিলে ঘর বুননের আঁশ ?


রিক্ত মনে নিরানন্দে বিষণ্ণতার অভ্যন্তরে
         না যায় কখনো জীবনের প্রতিচ্ছবি আঁকা ,
নিত্য যার সুখের অভিনয়
                   তার আবার কিসের ভালো থাকা ।
    
জীবন বিলুপ্তপ্রায় তব তপস্যায় হায়
                 তবু না হলো বেদনা অসাড় ,
তিক্ত এ ভূবলয় চাই না-গোঁ আমি
             পড়ে থেকে তপ্ত বেদনার দ্বার ।