কেউ থাকে না, সব চলে যায়
কেউ হাসে না, সব কেঁদে যায়
কেউ বলে না, সব থেমে যায়
কেউ বাঁধে না, সব ছিঁড়ে যায়।


কোথায় পালায়, কোথায় হারায়?
কেউ জানে না, কেবল ভাবায়।
কি মানে এই ছুটতে থাকায়?
বলবে না কেউ, কেবল হাঁকায়।


হিসেব নিকেশ কেউ কষে যায়,
কেউ বা আবার শোধ নিতে চায়।
এমনি করে দিন যে ফুরায়,
সুখটা কেবল পালিয়ে বেড়ায়।


লাভ কি এমন হিসেব কষায়?
মন বাগিচা উষর করায়?
বাসলে’ ভালো, লসটা কোথায়-
জীবন যদি পূর্ণতা পায়?