স্বপ্নচারী, স্বপ্নচারী
প্রবঞ্চক এ ঘুম-নগরী
তিমির রাতের কাঁথা ছিঁড়ে
সামনে আগাও ধন্বধারী।


স্বপ্নচারী, স্বপ্নচারী
তোমার রঙিন স্বপ্ন ছাড়ি
বাইরে তাকাও, দেখো কারা
নিচ্ছে তোমার শস্য কাড়ি।


স্বপ্নচারী, স্বপ্নচারী
মেঘের উপর বানাও বাড়ি!
দস্যু এসে জ্বালিয়ে দিল
তোমার শখের বাগান বাড়ি।


স্বপ্নচারী, স্বপ্নচারী
চোখ মেলে চাও তাড়াতাড়ি
নিচ্ছে কারা হ্যাঁচকা টানে
তোমার মায়ের তাঁতের শাড়ি।


স্বপ্নচারী, স্বপ্নচারী
হাওয়ায় ভাসে তোমার তরী!
পাড় ভেঙে ঐ যাচ্ছে ডুবে
তোমার পিতার ভিটে বাড়ি।


স্বপ্নচারী, স্বপ্নচারী
আগুন জ্বলে তোমার বাড়ি
সেই আগুনে পুড়ছে স্বজন
শুনছো না তার আহাজারি?


স্বপ্নচারী, স্বপ্নচারী
তোমায় আমি মিন্ তি করি
সব হারালে, প্রাণটা বাঁচাও
আয়েশি রাতের শয়ান ছাড়ি।