আঁধার নামলেই কষ্ট আসে
ডাকে ঘন সুরে
পৃথিবীর সব বিচিত্র
মানুষের মাঝে
যখন বলা হয়
এ পৃথিবী আমার নয়
তখন ক্রন্দনরত
শিশুর দিকে তাকিয়ে
যে যার কাজে ব্যাস্ত হয়ে যায়।
দিন বলদে গেছে
আরও বলদাবে
কপটতাকে আজ শিল্প বলা হয়।
যেখানে মস্তিষ্ক থেমে যায়।।