যেখানে অস্তিত্ব সুন্দর
চিন্তা সুন্দর
যেখানে মায়া রাখি
সেখানে রেখেছি তোমারদের


আলো জ্বালা হয়েছে
আঁধারকে ঘোচানোর জন্যে।
ডাকা হয়েছে
মৃত প্রায়
পরিচয়হীন সম্পর্ককে
অসম্ভব সুন্দর সংজ্ঞা দিতে।


যেখানে আকাশ ধুলোয় মিশে গেছে
যে স্থানে নীল সন্ধ্যার আলো নেমেছে
যেখানে আকাশকে শৈল্পিক ভাবে বলা হয়েছে
কবিতার কথা,
সেখানে তোমাদের যাওয়ার প্রার্থনা;


প্রতিটি সত্ত্বা সুন্দর
উত্তম প্রতিটি উৎসর্গ
আলোকে চিনে থাকলে
অন্ধকার কেও অনুভব করা যায়;
নিঃসঙ্কোচ উত্তর।


নগরের আলো থেকে বহু দূর কোথাও
কোন এক ভোরে
কোন ফোন কলে
খুঁজে পাক কেউ
নিখোঁজ বার্তা।


হোক তবে অবসান না বলা কথার
মেঘেরা আসুক নেমে
আসুক রহমতের বৃষ্টি


কেন নিলে শব্দ
অপরের কাছ থেকে
তা জানি না আমি
যদি একবার বলা হত শব্দের কথা
প্রতিটি শব্দ নিয়ে আসত কবিতা


কবিতা সুন্দর হয় তুমিও জান!


তুমিও হয়তো মস্তিষ্কের
এক পাশে চিন্তা কর,
যে চিন্তার কোন বহিঃপ্রকাশ নেই ।


হাজার অন্তরে না বলে
যদি একবার বলা হত
রক্ত খচিত হৃদয়কে;


হয়ত ফিরে পেত কেউ
হারিয়ে যাওয়া কাল
যে কালে মন মস্তিষ্কের আলো ঘুরে।


সুরমা নদীর তীরে রক্ত
পদ্মায় দেওয়া পিত্ত
তোমার তরে আমার আলো
আমার তরে আঁধার বৃত্ত


ঘুচে যাক
কাল,
মিলে যাক
অজানা দুই নদীর জল


হাজার প্রার্থনা শুধু নীরব হৃদয়ে।।