ইট পোড়া ঘন্ধ
মৃদু মন্দ বাতাস
পৃথিবীতে আলো নেই
মস্তিষ্কে দুর্গন্ধ
শীতলতা আজ হারায়ে
সত্যের জালে শব্দগুচ্ছ মিথ্যে হয়ে
পরশ পাথর নেই
নেই হতদরিদ্র এ তার স্পর্শ


টুপি পরা ছেলেটি গুলিস্তানে দাড়ায়ে
চারিদিকে শত শত হৃদয়ের দিকে তাকায়ে
এক পেট ক্ষুধা নিয়ে
টাকা চাই না ভাই
মিটে যাক ক্ষুদা এতেই প্রশান্তি


কত শত জ্ঞানকেন্দ্র, পাঠকেন্দ্র
তাতে কত শত মাথার হাতছানি
তবে কোথায় তাদের মনুষ্যত্ব?


লাভ নেই নিরানব্বই শতাংশেরই হৃদয় বন্ধ
উপলব্ধি অন্ধ
নিজের মাথা রক্ষাতেই সব ব্যাস্ত


এ পৃথীবির একটুকরো মানচিত্র নাকি অনেক পরিপুষ্ট
তবে কেন এমন হয়?
কেনইবা কিছু মাথার পা এই হতদরিদ্র এ ভর দিয়ে টিকে থাকবে?


তারাই তো শ্রেষ্ঠ এই এক টুকরো মানচিত্রে।
তাই মনে হয় না বুঝি?


না, তারাই পথভ্রষ্ট।।