আমি জীর্ণ, দুর্বল!
হে শেষ প্রহরের কর্তা শক্তি দাও আমায়,
চির জীবনের শক্তি।
আমিও হাত বাড়াতে চাই,
আমার দুর্বল
কাপাকাপা হাত;
আমিও বাড়াতে চাই।
কৈশোরের ক্ষয়
বৃদ্ধ মনে,
ঢোলের মত বাজে।