মেঘের মাঝে সূর্য মানে, এক বিন্দু আশা।
বর্ষার পরে রোদ্দুর মানে নতুন দিনের ভরসা।
এ পৃথিবীর আঁকা বাকা কাদা মাখা পথে চলা, দূর দিগন্ত দেখা।
পুরোন স্মৃতি কেটে দিয়ে, নতুন ভবে লেখা।
নদীর কুলে শিঙ্গাড়া আর পুরির দিনগুলি মুছে গেছে,
মুছে গেছে ব্যাট-বল খেলা।
মুছে যাবে আরও সব, এসব হেলা-ফেলা।


বিদ্বেষ আগুন লেগে আছে আজ এ পৃথিবীর বুকে,
পানিতে যাবে না এর ঝাজ মুছে।
প্রাণের মাঝে সূর্য নেই আর কালো অন্ধকার।
যাক মুছে যাক সব দেখা নেই কারও আর।


মুছে যাক সব, নিজের অস্তিত্বকে বিলিন করে,
মুছে যাক স্বতঃস্ফূর্ত করে।