দিনকাল দিনকাল করে সময় কাটিয়ে,
স্বার্থযুদ্ধে নিজেকে বিলিয়ে দিয়ে,
এ মানব মস্তিষ্ক নিজেকে গুটিয়ে নিয়েছে।


প্রকৃতির সেই অপরুপ আভা আর,
চোখে সয় না।
মনের স্নিগ্ধতা আর দেহ ছোঁয় না।


জীবন-জীবিকার কাজে,
যান্ত্রিকতার আভাসে!
সৌন্দর্যের চিন্তা মুক্তি পেয়েছে।


মস্তিষ্কে শব্দগুলিতে আঘাত,
কিছু ঘুমন্ত মানুষকে জাগ্রত করে।
তারা চিন্তা করে,
তারা চিন্তা করে মহাবিশ্বের ধারাবাহিকতায়।
সুন্দরের খোঁজে, সুন্দরের চিন্তায়।
মনের পরিশিলতায়, মনের আকুলতায়।



কালো জগতের মাঝে ঠাই,
মানুষকে করেছে বিকৃত।
বাড়িয়েছে হৃদকম্পন।
মুক্তি পাচ্ছে সে সুন্দর,
যে সুন্দরে আমাদের পৃথিবী।
মুক্তি পাচ্ছে সে সুন্দর,
যে সুন্দরে আমাদের জীবন।
তবুও এ মুক্তি-উড়াল খেলায় কিছু মানুষের সুন্দর চিন্তায়-
আশার-আলো, দৃষ্টি-ছায়া ও সতেজতা রয়।