তোমার কথা ভাবছি না আর
আর দেবো না ওই পথে পা,
মনপাখিটা উড়িয়ে দিলাম
এই, যা বলছি! যা উড়ে যা।
মনের বাঁদর উঠছে গাছে
আমি ছুটি তার পাছেপাছে,
তোমার কথা ভাববো কেনো?
ভাবতে আমার বয়েই গেছে!
তুমি যখন চলে গেলে,
ফাঁকি দিলে সুযোগ বুঝে,
মনের মাঝেই খুঁজেছি অনেক
কই তখন তো পেলাম না খুঁজে।
অনেকদিন পরে আজ আমি
কড়া নাড়ছি ভাবনার করিডোরে,
ডুব দিয়েছি চিন্তার দেশে,
হঠাৎ দেখি ছিঃছিঃ কাণ্ড,
সবকিছু ভুলে বসে
তোমার কথাই ভাবছি শেষে!
কেনো ভাবছি তোমার কথা
তোমার কথা পড়ছে মনে?
তবে কি তুমি রয়েই গেছো
ছোট্ট মনে, একটি কোণে ।
যেমন থাকে মনের ঘরে
খুব গোপনে, আপনজনে ।