হাতের সাথে হাত কচলে
একটু ঝুঁকে কানের কাছে
বললো বাবুর পিএ,
বলুন তো স্যার,
এই যে ওরা জিতলো ট্রফি,
এতো সাহস কোথায় পেলো,
কার প্রেরণা নিয়ে?


বাবুর তখন গরম মাথা
ফুঁসছে ভীষণ রাগে,
কোচ? ম্যানেজার?
কী বলতে চাস, বলতো ব্যাটা,
তার নামটা বল আগে!


আহা! আহা!
কোচ, ম্যানেজার শেখায় বা কী!
চটছেন কেনো?
শুনুন আমি বলি যা।
আপনার কীর্তি শুনে শুনেই তো
বাড়লো ওদের কলিজা!


শুনে বাবুর চোখে এলো জল,
বলে, সবাই ভাবে খেলার উন্নতি
হয় নাকি সব টাকায়।
বোঝে না কেউ, ঠিক হচ্ছে সব
শুধু 'আমি' থাকায়!
তোর মতো হয় না কেনো
আমার সকল নিন্দুকে?
এই নে চাবি, খেয়াল রাখিস
আমার সাধের 'বাফুফে' সিন্দুকে।


১৯.০৯.২০২২
রামপুরা, ঢাকা