একদিন ভালবাসার গায়ে মরচে ধরবে
সব রঙ ফিকে হয়ে যাবে তার।
অজানা সাইরেনে মাঝরাতে
জেগে উঠবে না হৃদয় নগর,
দাউদাউ করে জ্বলে উঠবে না
এ শহরের ইট কাঠে গড়া
তালাবদ্ধ একচালা ঘরটা৷
কাঁচাপাকা রাস্তার পাশে,
জারুল গাছের ডালে, ঝুলে থাকবে
ঝড়ে বিধ্বস্ত ছোট্ট একটা বিলবোর্ড।
তাতে নীল কালিতে লেখা থাকবে,
'এই হৃদয় ভাড়া হইবে না।
কিনতে চাইলে ভেবে দেখবে কর্তৃপক্ষ।
বিঃদ্রঃ বিক্রিত হৃদয় ফেরত নেওয়া হয় না।'