নতুন বছর নতুন হোক ,ভালো থাকুক প্রিয়জন
কিছু কথা বলব আজ ,বলা ভীষণ প্রয়োজন ।
বাহন নতুন হতে পারে ,নতুন হয় না পথ
সত্যের পথে থাকতে হলে ,হতেই হবে সৎ ।
খাদ্যে ভেজাল দিতেই পারো ,লিটারে কম এক শ’
ঘুসের টাকায় ঈমান কিনে ফাঁকি দিতে ট্যাক্সও ,
‘অটোগ্রাফ’-এর টাকা তুমি করতে পারো দান,
তাতে কিছু বাড়বে খ্যাতি ,বাড়বে সম্মান !
কৃষকের ধন করে চুরি করতে পারো মজুদদারী ,
শোডাউন আর সেটেলমেন্টে ,চড়তে পারো দামি গাড়ি ।
কিনতে পারো নেতাগিরি ,চামচিকে আর সমর্থক ,
জেনে রাখো বন্ধু আমার ,সবই হবে অনর্থক ,
গড়তে পারো টাকার বস্তা ,অট্টালিকা পাহাড়সম
আমি অধম অপেক্ষায় ,কাটবে কখন তোমার ভ্রম ।
হতেই পারো জয়প্রিয় ,সে শুধু এই ভবেই
রবি-নজরুল-বিদ্যাসাগর নিয়েছে বিদায় কবেই !
নায়করাজ ,সুয়াচান কিংবা আনিস ভাই
সতেরোতে সবাই ছিলেন আঠারোতে নাই ,
বয়সে বেশি বাঁচে না মানুষ ;তবে ভালো যদি হয় কর্মে
হাজার বছর বেঁচে থাকে ,কোটি মানুষের মর্মে ।
পৃথিবীটা ছোট্ট অতি ,জীবন ছোটো অতিশয়
তুমি-আমি থাকবো না ,থাকবে জীবন গতিময় ,
চলা যেন শেষ না হয় ,আজ বলা হলো শেষ
ভালো থাকুক যত্নে থাকুক- প্রিয় বাংলাদেশ ।