বালিকা,
প্রেমে পড়ো না।
এ হৃদয় খাদে প্রেম নেই।
খেলার ছলে শিশুর ছোঁড়া কিছু ইটের টুকরো,
রাস্তায় হাঁটতে হাঁটতে যুবতীর ছুঁড়ে ফেলা
কিছু চিপসের প্যাকেট,
মায়ের হাতে ধরা পড়ার ভয়ে অচেনা পথিকের
ফেলে যাওয়া কিছু প্রেমপত্র,
কাদায় মাখামাখি হওয়া কিছু বৃষ্টির ফোঁটা,
সমাজের স্বীকৃতি না পাওয়া কিছু ভ্রুণ,
একগুচ্ছ অবহেলা, অনাদর আর ব্যর্থ বিপ্লব।
জগতে কোথাও জায়গা হয়নি যাদের,
এ হৃদয় তাদের অভয়ারণ্য।
এই অতল গহ্বরে কোমল জীবন
নষ্ট কোরো না।
এখানে প্রেম নেই।
বালিকা,
প্রেমে পড়ো না!


৩১.০১.২০২৪
কাকরাইল, ঢাকা