বর্ষার জন্য অপেক্ষা করতে করতে মনে হলো আর কোনোদিন সে আসবে না।
উপেক্ষিত অপেক্ষার চেয়ে দুর্বিসহ কিছু নেই।
অপেক্ষার অবসান ঘটলো।
শরতের শুরুতে একদিন,
অযাচিত বর্ষার আবির্ভাব আমাকে আন্দোলিত করলো।
আমি খানিক থমকে দাঁড়ালাম, ভাবলাম।
তবে কি, তবে কি, তুমিও?


মুহূর্তেই সেই ভাবনা তুলোর মতো উড়ে গিয়ে
শূন্যে মিলিয়ে গেলো।
আমি জানি,
শরতের বর্ষা দীর্ঘস্থায়ী হয় না!


০২.০৯.২০২২
রামপুরা, ঢাকা