অহেতুক বাকযুদ্ধ শেষে
আমি বললাম, 'তুমি আমার...'
আমাকে থামিয়ে দিয়ে
জানিয়ে দিলে, আমার দাবি ভুল।
জানিয়ে দিলে,
ঠিক কোন কোন কারণে
তুমি আমার নও।
জানিয়ে দিলে,
আমার দাবির মধ্যে লুকায়িত কর্তৃত্ববাদ
তোমার পছন্দ নয়।
জানিয়ে দিলে,
না! আর কিছু জানানোর আগেই
হঠাৎ ঝড়ে সংযোগটি বিচ্ছিন্ন হলো।
আমি জানাতে পারলাম না,
আমার অসম্পূর্ণ বাক্যটি ছিল-
'তুমি আমার হলেও হতে পারতে!'


৩১.০৩.২০২৩
রামপুরা, ঢাকা