আবার আসিবে কি সেই সকাল?
যেদিন আবার হব মানুষ, উড়িয়ে মেকি ফানুশ।
থাকবেনা আর কোনো বুভুক্ষু আকাল।


ঘরে ঘরে আজ চলে গৃহযুদ্ধ,
আবেগের তলে বিবেক কারারুদ্ধ।
লালসার হাত ভেঙে দিয়েছে সকল ধর্মের নীতি,
হয়নি কিছু, হয়েছে শুধু পুরোনো, মানুষ মারবার রীতি।


তুমি কি মেয়ে, তবে আপন চোখে দেখ চেয়ে,
তোমার ভাইয়ের লোলুপতা দেখছে অন্য মেয়ে।
ধর্ষণ আর লুটপাট চালায় তোমার ভাইয়েরা দেখ,
দিনশেষে ঐ ভাইয়ের নামেই তুমি কবিতা লেখ।


তুমি কি ছেলে, তবে চেয়ে দেখো চোখ মেলে,
কালো রাজনীতি পুরবে তোমায় অঘোর আধার জেলে।
চাকরী আর ব্যবসার বাজারে তোমরা শুধুই পন্য,
তোমার কেবল বিকিকিনি চলে, তাদের লাভের জন্য।


পড়ার রাজ্যে ব্যবসা চলছে, ক্ষুধার রাজ্যে ভিক্ষা,
শিক্ষার্থীরা নিচ্ছে শুধু নীলের উপর দীক্ষা।
নিজের সাথে শপথ করি, ঘুষ সুদ খাব না,
লাখের চাকরি পেয়েছি, কোটি না কামিয়ে যাব না।


সবাই বলে কাপড় তোমার রাখ ঠিকঠাক,
তিন মাসের বাচ্চারও কি লাগবে তবে রাখঢাক?
বাবার হাতে এখন মেয়ে নিরাপদ নয়,
ইস্যু পেয়েছি, ইস্যু পেয়েছি, জয় ফেমিনিস্টের জয়।


তামাক সিদ্ধি পেয়েছে বৃদ্ধি যুবকদলের মাঝে,
'এদের যে হইবে কি' চিন্তায় চাচারা কপাল ভাজে।
ধর্মের ঘরে চলে কোলাহল, কে বড়? কে সবল?
একে কাটছে অন্যের গলা, এযে অন্য দল।


ধর্মের আগে চলে ব্যবসা, অর্থ কিংবা দেহ,
যে পারছে লুটিয়ে নিচ্ছে, শুনছে নাকো কেহ।
এখানে নয়, চলছে ওখানে, মরা কান্নার খেলা,
এই ভেবে মোরা প্রতিবাদী না, নির্বাক সারাবেলা।
এখানে হয় নি বলে হয় নি কোথাও এমন কখনো নয়,
হবে যেদিন তোমার সাথে, দেখিও জীবন নন্দময়।


খোলস ছেড়ে বেরিয়ে আসো, ছাড়ো হুংকার,
ঘরে ঘরে চলুক সন্তান সমানে শিক্ষার ব্যবহার।
রতি, রাজনীতি, ধর্ম নিয়ে ব্যবসা চালায় যারা,
টুটি টিপে দে শালাদের, পড়ুক ওরা মারা।


এই বাঙলায় জেগে উঠেছিল আলাউদ্দিন শাহাদাত,
নুর হোসেনের রক্তে রঞ্জিত আজো বাংলার রাজপথ।
এক জাতি মোরা, এক রক্তে গড়া, নিয়ে একি বেশ,
সকলে মিলে গড়ি মোদের গর্বিত বাংলাদেশ।